“জিতে যাব আমরা” করোনা মহামারির ভয় ও স্টিগমা নিয়ে গবেষণার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ হেলথ ওয়াচের একটি প্রচারণামূলক উদ্যোগ। গবেষণাটি থেকে আমরা জেনেছি কিভাবে এই ভয় ও স্টিগমা কোভিড-আক্রান্ত রোগী এবং তাদের পরিবার, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও অন্যান্যদের জীবনকে দূর্বিষহ করে তুলেছে।
আমরা দৃঢ় প্রত্যয়ী - এই প্রচারণার মাধ্যমে আমরা আরো সচেতন হবো, আরো সতর্ক হবো এবং এভাবে শীগগিরই এই মহামারি মোকাবেলায় জয়ী হব।
https://www.youtube.com/watch?v=ANcZYaQyDss
No comments:
Post a Comment